স্টাফ রিপোর্টার: ভারতে ৮ মার্চ থেকে শুরু হবে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ আসর। সেখানে খেলার জন্য দলে স্থান করে নিয়েছেন নাসির হোসেন। এছাড়াও দলে ডাক পেয়েছেন দু উইকেটরক্ষক-ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন ও নুরুল হাসান। আবু হায়দার রনিও আছেন নতুনদের কাতারে। গতকাল বুধবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদ সম্মেলন করে ১৫ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করেন প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
বাংলাদেশ দল: মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, নুরুল হাসান, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, নাসির হোসেন, সাব্বির রহমান, মুস্তাফিজুর রহমান, আবু হায়দার, আল আমিন হোসেন, তাসকিন আহমেদ, আরাফাত সানি।
স্ট্যান্ড বাই: ইমরুল কায়েস, কামরুল ইসলাম রাব্বি, শুভাগত হোম, মুক্তার আলী।