মুন্সিগঞ্জ প্রতিনিধি: আলমডাঙ্গা জেহালা ইউনিয়নের খুদিয়াখালী ও গড়গড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র শীতার্থদের মাঝে মোট ১১৬টি কম্বল বিতরণ করেছে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। গতকাল বিকেল ৪টার দিকে এ কম্বল বিতরণ করা হয়।
জানা গেছে, গতকাল বুধবার বিকেল ৪টার দিকে আলমডাঙ্গার জেহালা ইউনিয়নের খুদিয়াখালী ও গড়গড়ি গ্রামের আশ্রয়ণ প্রকল্পের দরিদ্র শীতার্থদের মাঝে মোট ১১৬টি কম্বল বিতরণ করা হয়েছে। খুদিয়াখালী আশ্রয়ণে ৮৬টি ও গড়গড়ি আশ্রয়ণে ৩০টি কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, অতিরিক্ত জেলা প্রশাসক আব্দুর রাজ্জাক, জেলা সমবায় কর্মকর্তা মনজুর কাদের, জেলা সমবায় কার্যালয়ের প্রশিক্ষক নূর আলম ও উপজেলা সমবায় কর্মকর্তা কাবিল হোসেন জোয়ার্দ্দার। চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের উদ্যোগে এ কম্বল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।