স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার বল বাস্টার স্পোর্টিং ক্লাব আয়োজিত ক্রিকেটের ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে শাপলা মাঠে অনুষ্ঠিত খেলায় চৌধুরী স্পোর্টিং ক্লাব ও সিডি কিং স্পোর্টিং ক্লাব অংশগ্রহণ করে। খেলা চৌধুরী স্পোর্টিং ক্লাব ২ উইকেটে জয়লাভ করে। পরে বিজয়ী দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু। বিশেষ অতিথি ছিলেন ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম আজম পিনা। সাবেক কমিশনার এসএম শাহাবুদ্দীন বাবু, ডা. আফছার উদ্দীন ডিগ্রি কলেজের প্রভাষক মো. মাহাবুল ইসলাম সেলিম, মিজানুর রহমান, পৌর ছাত্রলীগের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নঈম পারভেজ সজল, যুগ্মসম্পাদক মাফিজুর রহমান মাফি, কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. জানিফ, সাবেক সাধারণ সম্পাদক হাফিজুর রহমান হাফিজ, সাবেক কলেজ ছাত্রলীগের সভাপতি ইমরান আহমেদ বিপ্লব, ছাত্রলীগ নেতা জনি প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন বল বাস্টার স্পোর্টিং ক্লাবের জাহিদ, জিহাদ, রাকিব, সুমন, অপু, ফয়সাল ও সিথুন।