গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীস্থ ৱ্যাব-৬ ক্যাম্পের পৃথক দুটি অভিযানে গাঁজাসহ দুজন এবং হত্যা মামলার এক আসামিকে ফেনসিডিলসহ আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে মেহেরপুর গাংনী উপজেলার কাথুলী ও চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার হাটুভাঙ্গা গ্রামে ওই অভিযান চালানো হয়।
আটকৃতরা হচ্ছে- গাংনী কাথুলী গ্রামের আব্দুল জলিলের ছেলে ফারুক হোসেন (২৬) ও ফয়েজ উদ্দীনের ছেলে মাজেদ আলী (২৬) এবং হাটুভাঙ্গা গ্রামের মৃত ফয়েজ উদ্দীন জোয়ার্দারের ছেলে জাহাঙ্গীর আলম (৩৮)। ৱ্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে কাথুলী গ্রামে অভিযান চালিয়ে সাড়ে ৫শ গ্রাম গাঁজাসহ ফারুক ও মাজেদকে আটক করা হয়। অপরদিকে গাংনী শালদহ গ্রামের আতিকুল ইসলাম হত্যা মামলার আসামি জাহাঙ্গীরকে নিজ বাড়ি থেকে ৭ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। জাহাঙ্গীরকে আলমডাঙ্গা থানায় এবং বাকি দুজনকে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ গতকালই সোপর্দ করে ৱ্যাব। অভিযানের নেতৃত্বে ছিলেন ৱ্যাব-৬ গাংনী ক্যাম্প কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক মিঞা।