আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ শহরের মাদরাসাপাড়ায় অভিযান চালিয়ে মাদক ব্যবসার অন্তরালে দেহব্যবসা করার অভিযোগে খাতুন ও ছানাকে আটক করেছে। গতকাল দুপুরে তাদেরকে আটকের পর তল্লাশি করে তাদের নিকট থেকে গাঁজা উদ্ধার করে।
জানা গেছে, উপজেলার নতিডাঙ্গা গ্রামের সুরাতন ওরফে খাতুন আলমডাঙ্গা শহরে দীর্ঘদিন ধরে দেহব্যবসার পাশাপাশি মাদকব্যবসা করতো বলে অভিযোগ রয়েছে। খাতুন শহরের বিভিন্ন জায়গায় ঘর ভাড়া করে দেহব্যবসা করতো। রাতে ভাড়ার ঘরে পুরুষ লোক ডেকে মাদকের আসর বসাতো। ইতোপূর্বে দেহব্যবসার অভিযোগে নতিডাঙ্গা গ্রামে লোকজন খাতুনের বাড়িঘর জ্বালিয়ে দিয়ে ছিলো।
অপরদিকে আলমডাঙ্গা মাদরাসাপাড়ার শুকুর আলীর স্ত্রী ছানা খাতুন বিভিন্ন জায়গা থেকে মেয়ে ভাড়া করে নিয়ে এসে তার বাড়িতে মেয়ে ও মাদকের আসর বসাতো। দীর্ঘদিন ধরে এব্যবসা চালিয়ে আসছিলো ছানা। এলাকাবাসী জানিয়েছে, খাতুন ও ছানার মাদক ও দেহব্যবসা করতে নিষেধ করলে তারা মহল্লাবাসীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করতো এবং হুমকি দিয়ে আসছিলো। গতকাল দুপুরে আলমডাঙ্গা থানার এসআই সাখাওয়াত সঙ্গীয় ফোর্স নিয়ে মাদরাসাপাড়ায় অভিযান চালিয়ে গাঁজা বিক্রির সময় তাদেরকে হাতে নাতে আটক করে। এ সময় তাদের নিকট থেকে গাঁজা উদ্ধার করে পুলিশ। তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।