৮ নম্বর থেকে এক লাফে শীর্ষে ভারত

মাথাভাঙ্গা মনিটর: অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগে আইসিসির এ সংস্করণের ৱ্যাঙ্কিঙে আট নম্বরে ছিলো ভারত। ৩-০ ব্যবধানে সিরিজ জিতে মহেন্দ্র সিং ধোনির দল এক লাফে উঠে এসেছে শীর্ষে। গতকাল রোববার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে শেষ বলে অস্ট্রেলিয়াকে ৭ উইকেটে হারায় ভারত। এ জয় টি-টোয়েন্টিতে সবার ওপরে নিয়ে এসেছে ভারতকে। দেশটি আইসিসির টেস্ট ৱ্যাঙ্কিঙেও রয়েছে এক নম্বরে। ১১০ রেটিং পয়েন্ট নিয়ে সিরিজ শুরু করেছিল ভারত। অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন জয়ে ১০ পয়েন্ট পেয়েছে দলটি। তাতে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কাকে পেছনে ফেলেছে তারা। ১১৮ পয়েন্ট নিয়ে যথাক্রমে দু ও তিন নম্বরে রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলঙ্কা। সিরিজ শুরুর আগে সমান পয়েন্ট নিয়ে ভগ্নাংশ ব্যবধানে পিছিয়ে-এগিয়ে এ দু দলের মাঝখানে ছিলো অস্ট্রেলিয়া। টানা তিন হারে এখন অস্ট্রেলিয়ার পয়েন্ট ১১০। অবস্থান ভারত যেখানে ছিলো সেই আট নম্বরে। ৬৪ পয়েন্ট নিয়ে একাদশ স্থানে রয়েছে বাংলাদেশ। আইসিসির সহযোগী দু দেশ আফগানিস্তান (৮০) ও স্কটল্যান্ড (৬৬) মাশরাফি বিন মুর্তজার দলের চেয়ে এগিয়ে রয়েছে।