স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গার প্রথম বিভাগ ক্রিকেট লিগের গতকালের খেলায় সবুজ সংঘ ৮ উইকেটে সানরাইজ ক্লাবকে পরাজিত করেছে। গতকাল রোববার চুয়াডাঙ্গা পুরাতন স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টসে জয়লাভ করে সানরাইজ ক্লাব প্রথমে ব্যাটিং করে ১৮৫ রান সংগ্রহ করে। সানরাইজ ক্লাবের পক্ষে মিজান সর্বোচ্চ ৭৩ রান সংগ্রহ করে।
জবাবে সবুজ সংঘ ২ উইকেট হারিয়ে জয়ের জন্য ১৮৬ রান তুলে ৮ উইকেটে জয়লাভ করে। বিজয়ী দলের মাহফুজ অপারজিত ৯২ রান ও ৩৭ রানের বিনিময়ে ৩ উইকেট দখল করে। আজ একই মাঠে সুপার স্টার ক্লাব মুখোমুখি হবে নিউস্টার ক্লাবের বিপক্ষে।