চেলসিতে মরসুম শেষ করবেন ব্রাজিলের স্ট্রাইকার পাতো

 

মাথাভাঙ্গা মনিটর: চেলসির হয়ে মরসুম শেষ করবে ব্রাজিলিয়ান স্ট্রাইকার আলেসান্দ্রো পাতো। করিন্থিয়ান্স থেকে ধারে এ মরসুমের শেষ পর্যন্ত ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিতে খেলবেন তিনি। এদিকে চেলসিতে খেলার সুযোগ পেয়ে দারুণ উচ্ছাসিত এ ব্রাজিলিয়ান স্ট্রাইকার।

তিনি এক সাক্ষাৎকারে বলেন, আমার জন্য এটা একটা স্বপ্ন। নতুন সতীর্থদের জানতে আমি উন্মুখ হয়ে আছি এবং খেলতে নামার জন্য তর সইছে না আমার। চেলসিকে তাদের সমর্থনের জন্য ধন্যবাদ। আশা করছি, এ বিশ্বাসের প্রতিদান দিতে পারবো। গত মরসুমের ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জেতা চেলসির সময়টা এবার ভালো যাচ্ছে না। ২৩ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে লিগে ত্রয়োদশ স্থানে আছে তারা। তবে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোতে জায়গা করে নিয়েছে স্ট্যামফোর্ড ব্রিজের দলটি, সেখানে তাদের প্রতিপক্ষ ফরাসি চ্যাম্পিয়ন পিএসজি।

এসি মিলানের সাবেক তারকা পাতো গত কয়েক বছর ধরেই চোটের সাথে লড়াই করছেন। ২০১৩ সালে করিন্থিয়ান্সে ফিরেও ভালো কিছু উপহার দিতে পারেননি তিনি। তবে চেলসির অন্তবর্তীকালীন কোচ গাস হিডিঙ্ক পাতোর চুক্তিকে ঝুঁকি মনে করছেন না।