কোয়ার্টার ফাইনালে শ্রীলঙ্কা-নেপাল-পাকিস্তান-ভারত
স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা, নেপাল, পাকিস্তান ও ভারত। কানাডার পর আফগানিস্তানকে হারিয়ে সুপার লিগ কোয়ার্টার-ফাইনাল নিশ্চিত করেছে শ্রীলঙ্কা। এদিকে ‘ডি’ গ্রুপ থেকে নেপাল ও ভারত পরপর দু ম্যাচে জয় নিয়ে নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল। নেপাল জয় পেয়েছে আয়ারল্যান্ডের বিপক্ষে, অন্যদিকে ভারত ১২০ রানের বড় ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে। এদিকে ‘সি’ গ্রুপে কানাডার বিপক্ষ জয় পেয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে পাকিস্তান। গতকাল শনিবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ‘বি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ১ বলে ১৮৪ রানে অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। আফগানিস্তানের শামসুর রহমান ৩ উইকেট নেন ১৯ রানে। এ ছাড়া জহির খান ও করিম জানাত দুটি করে উইকেট নেন। জবাবে ৪৪ ওভার ৫ বলে ১৫১ রানে অলআউট হয়ে যায় আফগানিস্তান।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘ডি’ গ্রুপের ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে ৮ উইকেটে ২৫৮ রান করে ভারত। জবাবে ৩১ ওভার ৩ বলে ১৩৮ রানে অলআউট হয়ে যায় নিউজিল্যান্ড। এদিকে সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ‘সি’ গ্রুপের ম্যাচে টস জিতে ব্যাট করতে নেমে ৪৮ ওভার ৩ বলে ১৭৮ রানে অলআউট হয়ে যায় কানাডা। জবাবে ৪০ ওভার ৫ বলে ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় পাকিস্তান।