অনূর্ধ্ব-১৪ ক্রিকেটে জয়ের আশা জাগিয়েও প্রথম ম্যাচে ২৭ রানে পরাজিত হলো চুয়াডাঙ্গা

 

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেটে চুয়াডাঙ্গা জেলাদল ২৭ রানে পরাজিত হয়েছে বাগেরহাট জেলার নিকট। গতকাল শনিবার নড়াইল স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় প্রথমে ব্যাটিং করে ৪৫ ওভারে বাগেরহাট জেলাদল ১৪৫ রানে অলআউট হয়।

জবাবে চুয়াডাঙ্গা জেলাদল দারুণ গোড়াপত্তন করে ২৫ ওভারে ৩ উইকেট হারিয়ে ৯৬ রান সংগ্রহ করলেও দলনায়ক সাদমান সাদাত ৩৫ রানে আউট হওয়ার পর বিপর্যায় নেমে আসে। অধিনায়কের বিদায়ের পর মাত্র ২৪ রান যোগ করতে চুয়াডাঙ্গা জেলাদল হারিয়ে বসে বাকি ৭টি উইকেট। ফলে জয়ের আসা জাগিয়েও ২৭ রানে হার মানতে হয় প্রথম রাজধানী খ্যাত চুয়াডাঙ্গার ক্ষুদে টাইগারদের। সাদাত সর্বোচ্চ ৩৫ রান ও ২ উইকেট দখল করে। উল্লেখ্য সালিম সাদমান সাদাত চুয়াডাঙ্গা নাইটিঙ্গেল ক্রিকেট একাডেমির ক্ষুদে ক্রিকেটার এবং চুয়াডাঙ্গা দৌলাতদিয়াড় স্কুলপাড়ার বাসিন্দা চুয়াডাঙ্গা পৌরভূমি অফিসের সহকারী ভূমি কর্মকর্তা আতিকুল হক সন্টুর ছোট ছেলে। চুয়াডাঙ্গা জেলা দলের ম্যানেজার হিসেবে দলের সাথে আছেন বদর খান এবং কোচের দায়িত্ব পালন করছেন জেহাদ-ই-জুলফিক্কার টুটুল। আজ একই মাঠে চুয়াডাঙ্গা মুখোমুখি হবে ঝিনাইদহ জেলা দলের বিপক্ষে।