মাথাভাঙ্গা মনিটর: মালয়েশিয়া সরকার সে দেশে বর্তমানে কর্মরত সাড়ে ৩ লাখ বাংলাদেশি শ্রমিককে বৈধতা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। গত বৃহস্পতিবার মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাক পার্লামেন্টে দাঁড়িয়ে এ ঘোষণা দেন।
মালয়েশিয়ার পার্লামেন্টে প্রধানমন্ত্রীর এই ঘোষণা দেয়ার সাথে সাথে তা সেখানকার বাংলাদেশি শ্রমিকদের মধ্যে ছড়িয়ে পড়ে। তারা আনন্দ-উল্লাসে ফেটে পড়েন। অনেকে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার শহীদুল ইসলামের সাথে মোবাইলে ফোন করে তাদের প্রতিক্রিয়ার কথা ব্যক্ত করেন।
মালয়েশিয়ায় প্রায় ৭ লাখ বাংলাদেশি শ্রমিক কর্মরত রয়েছেন। এর মধ্যে সাড়ে ৩ লাখ শ্রমিকের বৈধতা ছিলো না। পক্ষকাল আগে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম তার মালয়েশিয়ায় ৫ দিনের সফরের কর্মসূচি চূড়ান্ত করেন। এই সফরে তিনি অবৈধ বাংলাদেশি শ্রমিকদের বৈধতা দেয়ার প্রশ্নে বাংলাদেশের হাইকমিশনারের মাধ্যমে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নাজিব বিন রাজ্জাকের সাথে আলোচনার ইচ্ছা ব্যক্ত করেন। হাইকমিশনার শহীদুল ইসলাম বিষয়টি প্রধানমন্ত্রীর দফতরকে জানান। এরপর স্বাস্থ্যমন্ত্রীর মালয়েশিয়া বাংলাদেশি শ্রমিকদের বৈধতার ঘোষণাটি আসে।