মাথাভাঙ্গা মনিটর: বার্সেলোনা ছেড়ে যাবার কথা ভাবছেন না এমন মন্তব্য করে ব্রাজিলের তারকা ফরোয়ার্ড নেইমার বলেন, বার্সেলোনায় সুখে আছি। এ সময় রিয়াল মাদ্রিদে যোগ দেয়ার বিষয়টি উড়িয়ে দেন তিনি। বিন স্পোর্টসকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা জানান। এর আগে স্পেনের গণমাধ্যমে বলা হয়, দারুণ ছন্দে থাকা বার্সেলোনার ফরোয়ার্ডকে পেতে চায় রিয়াল মাদ্রিদ। কিন্তু সেখানে যোগ দেয়ার বিষয়টি নাকচ করে দিয়ে নেইমার বলেন, সব কিছু নিয়েই আলোচনা আছে চুক্তি নবায়ন আর সব কিছু নিয়ে। আমি বার্সেলোনায় খুব সুখে আছি। প্রায় সব কিছুই আছে আমার। এখান থেকে চলে যাওয়া কঠিন। কারণ, আমি দারুণ একটি শহর, দারুণ একটি ক্লাব, কিছু অন্য গ্রহের খেলোয়াড় পেয়েছি। আর আমার জন্য এটা কঠিন। কিন্তু আমাদের সব কিছুই দেখতে হয়। বিভিন্ন বিষয় বিবেচনা করে দেখার পর বার্সেলোনা ছাড়ার সিদ্ধান্ত নেওয়াটা কঠিন হয়ে পড়েছে বলে জানান নেইমার। তিনি ভক্তদের উদ্দেশ্যে বলেন, বার্সেলোনার সমর্থকদের শান্ত থাকা উচিত কারণ আমি ক্লাবে আছি এবং ট্রেবল জেতার জন্য আমাদের অনেক ম্যাচ খেলতে হবে। বার্সেলোনার সাথে নেইমারের বর্তমান চুক্তির মেয়াদ আছে ২০১৮ সাল পর্যন্ত।