স্টাফ রিপোর্টার: স্ত্রী জান্নাতুলকে প্রায়ই তার স্বামী চিলাভালকির বকুল পিটিয়ে আহত করে ফেলে রাখে। স্ত্রীকে মারধর করা যে অন্যায় বকুল তা মানতেই চায় না। স্ত্রী জান্নাতুল অবশ্য বিষয়টি তার দরিদ্র পিতা-মাতাকে না জানিয়ে দাঁতে দাঁত চেপে ধরে স্বামীর শত নির্যাতন সহ্য করে। গতকাল শুক্রবার তা আর গোপন থাকেনি। মেয়েকে মেরে প্রতিবেশীর বাড়িতে ফেলে রেখেছে খবর পেয়ে দরিদ্র পিতা জাহাপুরের অহিদুল ছুটে গেলে তার ওপর মারমুখী আচরণ করতে শুরু করে বকুলসহ বকুলের পরিবারের লোকজন। এক পর্যায়ে অহিদুল ইসলাম তার মেয়ে জান্নাতুলকে নিয়ে জাহাপুরে ফিরতে উদ্যত হলে জামাই বকুল তার শ্বশুর তথা জাহাপুরের অহিদুলের হাত কামড়ে দেয়। ঘটনাটি ঘটেছে চিলাভালকি গ্রামে আনছার আলীর ছেলে বকুলের বাড়ির পাশে গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে। অহিদুল ইসলামকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সাথে ভর্তি করা হয়েছে জান্নাতুলকেও। হাসপাতালে চিকিৎসাধীন অহিদুল বলেছেন, তিন বছর বিয়ে হয়েছে। বিয়ের পর থেকেই নাকি মারধর করে। মেয়ে কিছুই জানায়নি। গতকাল ওই গ্রামের একটি আমগাছে কীটনাশক দেয়ার কাজে গেলে মেয়েকে মেরে ফেলে রাখার খবর পেয়ে ছুটে যাই। সেখানে গেলে ওই বকুল আমার হাত কামড়ে রক্তাক্ত জখম করে।