দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার বিষ্ণুপুরে ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয় মাঠে বিষ্ণুপুর ২ ও ৩নং ওয়ার্ড ছাত্রলীগের উদ্যোগে ৮টি দলের মধ্যে দিনব্যাপি ওই ভলিবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। টুর্নামেন্টে আলমডাঙ্গা উপজেলার চিৎলা-রুইথনপুরকে হারিয়ে বিষ্ণুপুর চ্যাম্পিয়ন হয়। খেলা শেষে টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক নূর ইসলাম মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরুস্কার বিতরণ অনুষ্ঠানে সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরুষ্কার তুলে দেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা কৃষকলীগের সভাপতি রফিকুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু তালেব, আ.লীগ নেতা মোখলেছুর রহমান, মাহাতাব উদ্দিন মাতু, লিটন মেম্বার, খোকন মেম্বার, সাইফুল ইসলাম, জুড়ানপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোজাফফর হোসেন, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সভাপতি জামিরুল ইসলাম, সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু, চুয়াডাঙ্গা কলেজ ছাত্রলীগের দফতর সম্পাদক হাতেম আলী, জুড়ানপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল মামুন, ছাত্রলীগ নেতা আলমগীর, রানা হামিদ, সামাদ, সাইদুর, মিজানুর, মনিরুল, সোহাগ, ইয়াছিন, পলাশ, সাদায়েদ, রিমন, জাকির প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক লিখন।