মাথাভাঙ্গা মনিটর: আবারো চ্যাম্পিয়ন মার্টিনা হিঙ্গিস ও সানিয়া মির্জা জুটি। তবে এবার প্রথমবারের মতো অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জিতেছেন বর্তমান সময়ে শীর্ষে থাকা এই জুটি। মেয়েদের দ্বৈতে বিশ্বের এক নম্বর এই জুটি চেক প্রজাতন্ত্রের আন্দ্রেয়া হালাভাচকোভা ও লুসি হারাদেচকা জুটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হন। মেলবোর্ন পার্কের রড লেভার অ্যারেনায় শুক্রবারের ফাইনালে ৭-৬, ৬-৩ গেমে জেতেন হিঙ্গিস-সানিয়া জুটি। মেয়েদের দ্বৈতে ক্যারিয়ারে হিঙ্গিসের এটা দ্বাদশ গ্র্যান্ড স্ল্যাম শিরোপা, আর সানিয়ার তৃতীয়। ভারতীয় এই তারকা সবকটিই জিতলেন সুইস সঙ্গীর সঙ্গে জুটি বেধে। উইম্বলডন ও ইউএস ওপেনের মেয়েদের দ্বৈতেরও বর্তমান চ্যাম্পিয়ন হিঙ্গিস-সানিয়া জুটির এটা টানা ৩৬তম ম্যাচ জয়।