বৃটিশ হাই কমিশনের উচ্চ পদস্থ কর্মকর্তার ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নাধীন কিশোরী ক্লাব পরিদর্শন।

বারাদী প্রতিনিধি: ঢাকাস্থ বৃটিশ হাইকমিশনের উচ্চ পদস্থ ৫ কর্তকর্তা পরিদর্শন করে গেলেন ইউরোপিয়ান ইউনিয়নের অর্থায়নে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় ওয়েভ ফাউন্ডেশন কর্তৃক বাস্তবায়িত কিশোরী ক্লাব। গতকাল বৃহষ্পতিবার দুপুর ২টায় পরিদর্শনে আসেন ইউকে’র মি. গ্রহাম গ্যাস ফাষ্ট সাধারণ সম্পাদক, মি. ক্রিস পেনরোজ বাকলী, উপদেষ্টা, তাহেরা জাবীন উপদেষ্টা, আরিফুর রহমান উপদেষ্টা ও কারিশমা জামান প্রোগ্রাম ম্যানেজার। জানা যায়, ইউপিপি উজ্জীবিত কম্পোনেন্টের আওতায় খাদ্য, পুষ্টি, প্রজনন স্বাস্থ্য ও সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়েভ ফাউন্ডেশন বাস্তবায়নাধীন কিশোরী ক্লাব ও পুষ্টি গ্রাম পরিদর্শনের উদ্দেশে মেহেরপুর সদরের হাসানাবাদ গ্রামের আব্দুল খালেকের বাড়িতে অবস্থিত কিশোরী ক্লাবে আসেন। খাদ্য পুষ্টি প্রজনন স্বাস্থ্য বিষয়ে ক্লাবের মেয়েদের সাথে আলাপ আলোচনা করে ও এই ধরণের উদ্যোগ দেখে তারা সন্তোষ প্রকাশ করেন। তাদের সফর সঙ্গী হিসেবে ছিলেন সংস্থার উপপরিচালক আনোয়ার হোসেন, কোঅর্ডিনেটর এএইচএম আমজাদ হোসেন, রিজিওনাল কোঅর্ডিনেটর জিল্লুর রহমান যুদ্ধ ও কামরুজ্জামান, প্রজেক্ট কোঅর্ডিনেটর হুমায়ন আহমেদ, এরিয়া সমন্বয়কারী শেফালী খাতুন। এছাড়া উপস্থিত ছিলেন প্রোগ্রাম অফিসার (সোস্যাল) আল-মামুন, প্রোগ্রাম অফিসার (টেকনিক্যাল) আসমাউল হুসনা ও বারাদী শাখার ব্যবস্থাপক সাইফুল ইসলাম।