ফুল ফুলের পাপড়ি ছিটিয়ে নবীনবরণ আর বিদায়ীদের হাতে দেয়া হচ্ছে শিক্ষা উপকরণ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা মেহেরপুরের মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসাগুলোতে বিদায় ও বরণের আয়োজনে উৎসবের আমেজ ফুটে উঠেছে। ১ ফেব্রুয়ারি থেকে সারাদেশে এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এ পরীক্ষায় অংশগ্রহণকারীদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিদায় জানানোর পাশাপাশি তাদের শুভ কামনা করা হচ্ছে। দেয়া হচ্ছে পরীক্ষা দেয়ার সময় কীভাবে মাথা ঠাণ্ডা রেখে উত্তরপত্রে লিখতে হয় তার নির্দেশনাও। একই সাথে বিদ্যালয়গুলোতে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি শিক্ষাথীদের বরণও করা হচ্ছে। ফুল ফুলের পাপড়ি ছিটিয়ে যেমন নতুনদের বরণ করা হচ্ছে, তেমনই বিদায়ী শিক্ষাথীদের হাতে উপহার হিসেবে তুলে দেয়া হচ্ছে কলম, বইসহ শিক্ষারই উপকরণ। অবশ্য কোনো কোনো বিদ্যালয়ে পরীক্ষার্থীদের হাতে শুধুমাত্র পরীক্ষার প্রবেশ পত্র দিয়েই সারা হচ্ছে বিদায় পর্ব।
গতকাল দামুড়হুদার পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে, বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায়, চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি, চুয়াডাঙ্গা একাডেমি বহুমুখি, হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে, বুইচিতলা-বড়বলদিয়া দাখিল মাদরাসায়, আলমডাঙ্গার ঘোষবিলা মাধ্যমিক বিদ্যালয়ে, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ মহাম্মদ জমা ডিএএসএস মাধ্যমিক বিদ্যালয়ে, জীবননগরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে, মুজিবনগর আম্রকানন মাধ্যমিক বিদ্যালয়ে, মুজিবনগরের বাগোয়ান মাধ্যমিক বিদ্যালয়ে, আমঝুপি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। (৩ পাতার ১ কলামে) দামুড়হুদা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের এসএসসি পরীক্ষার্থীদের বিদায়, ৬ষ্ঠ ও একাদশ শ্রেণির ছাত্রীদের বরণ এবং কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ম্যানেজিং কমিটির সভাপতি ইসমাইল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল হালিম, দামুড়হুদা মডেল থানার ওসি লিয়াকত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, সহসভাপতি রবিউল হোসেন, যুগ্মসম্পাদক ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দর্শনা পৌর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ কুমার সাহা, দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাসির উদ্দিন, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি বদর উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ খোকন, রোজ কিন্ডার গার্টেনের পরিচালক জহুরুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আলী মুনসুর বাবু, ম্যানেজিং কমিটির সদস্য আশরাফুল আলম, শিক্ষক আবুল কালাম, আব্দুর রাজ্জাক, এমদাদুল হক, মিজানুর রহমান, প্যানেল চেয়ারম্যান আবুল হাশেম, দামুড়হুদা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাজু আহম্মেদ রিংকু প্রমুখ। অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষক আসমত আলী বিশ্বাসের নেতৃত্বে সূচনা সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এর আগে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিদের ব্যাজ পরিধানসহ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর বলেন, দেশকে শিক্ষিত একটি জাতি হিসেবে গড়ে তুলতে হলে মেয়েদেরকেও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে। মেয়েদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হতে হবে। সমাজে এখনও এক শ্রেণির মানুষ আছে যারা মেয়েদের ঘরের মধ্যে বন্দি করে রাখতে চায়। তিনি আরো বলেন, বর্তমান সময়ে মেয়েদের উচ্চ শিক্ষার ক্ষেত্রে সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে বাল্যবিয়ে। তিনি পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্টদের বাল্যবিয়ে প্রতিরোধে কঠোর ভূমিকা রাখার আহ্বান জানান। আলোচনা শেষে প্রধান অতিথি কৃতী শিক্ষার্থীদের হাতে পুরুস্কার তুলে দেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে অনুষ্ঠান শেষ হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এম নুরুন্নবী। সকাল সাড়ে ১০টার দিকে দামুড়হুদা ডিএস দাখিল মাদরাসার সভাপতি সেলিম উদ্দিন বগার সভাপতিত্বে বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন মাদরাসার ভারপ্রাপ্ত সুপার জয়নাল আবেদীন, ম্যানেজিং কমিটির সদস্য হাফেজ কামরুজ্জামান, শিক্ষক আবু তালহা, মোস্তাফিজুর রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক আব্দুল হামিদ।
এছাড়া বিষ্ণুপুর মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠান বেলা ১১টার দিকে প্রধান শিক্ষক শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ম্যানেজিং কমিটির সভাপতি সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাড. রফিকুল আলম রান্টু। বিশেষ অতিথি ছিলেন জুড়ানপুর ইউপি চেয়ারম্যান ইদ্রিস আলী, হাজি আ. মোতালেব, হাজি কুতুব উদ্দিন, সাবেক সভাপতি আ. মান্নান, জুড়ানপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি অ্যাড. রেজাউল হক রেজা, মাহাতাব উদ্দিন মাতু, আ.লীগ নেতা সাইফুল ইসলাম, মতিয়ার রহমান প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন গোলাম সরোয়ার নান্নু।
চুয়াডাঙ্গা রাহেলা খাতুন গার্লস একাডেমি এসএসসি পরীক্ষার্থীদের বিদায় জানানো হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শওকত আলী বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন রফিকুল হাসান বিট্ট, আলিজা বেগম ও সোলায়মান হক। বিদ্যালয়ের শিক্ষকমণ্ডলী ছাড়াও অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক আমিরুল ইসলাম। বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক আখতারুজ্জামান ও সহকারী শিক্ষক আব্দুর রকিব। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাহিদ হাসান জোয়ার্দ্দার ও দিলরুবা খানম।
অপরদিকে সকাল ১০টায় চুয়াডাঙ্গা একাডেমি স্কুলের বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সভাপতি রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুকেশ কুমার বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক সেলিনা খাতুন, সহকারী শিক্ষক আবুশাহমা, খালেদা আক্তার, ফিরোজা খাতুন, আসাদুজ্জামান, আবু কুহাক, ফিরোজ উদ্দিন, লাইলা এনাম, আ. মোতালেব, আলমগীর হোসেন, রিপন আলী ও জামাল উদ্দিন। অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
দুপুর ১২টায় চুয়াডাঙ্গা আদর্শ বালক উচ্চ বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মানোয়ার ইসলাম। প্রধান শিক্ষক নূর হোসেনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যোৎসাহী সদস্য আব্দুর রশিদ, অভিভাবক সদস্য আশরাফুল ইসলাম, হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আব্দুল আজিজ, আ. ওয়াহেদ, রেজাউল হক, আনিসুর রহমান, ফোরকান আলী, আফরোজা খানম ও রেজাউল করিম। অতিথিগণ বিদায়ী শিক্ষার্থীদের হাতে উপহার সামগ্রী তুলে দেন।
বেগমপুর প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠিত হয় বেলা ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে। সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি আব্দুল্লা আল মামুন। বিশেষ অতিথি ছিলেন দাতা সদস্য জাহিদুল ইসলাম, পিটিএ সভাপতি সাইফুল ইসলাম ও সদস্য মজিবুল হক। উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ার হোসেন স্বপন, সিনিয়র শিক্ষক আবুল বাসার, শফিকুল ইসলাম, ওয়াজেদ আলী, আজিজুল হক, শাহানাজ পারভীন, শেফালী খাতুন, সাজেদুর রহমান, আবুল হোসেন, শাহাবুদ্দীন, বক্তিয়ার হোসেন, বিপুল হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী প্রধান শিক্ষক আলী হোসেন।