দুটি বিয়ে না করলে যে দেশে শাস্তি যাবজ্জীবন
মাথাভাঙ্গা মনিটর: দুটি বিয়ে না করলে শাস্তি যাবজ্জীবন। এমনই নির্দেশ জারি করা হয়েছে দেশটিতে। তবে শর্ত প্রত্যেক পুরুষকে সক্ষম হতে হবে। নির্দেশ অমান্য করলেই মিলবে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড। এমনকী কোনো স্ত্রী যদি তার স্বামীকে দ্বিতীয় বিয়ে করতে বাধা দেন, শাস্তি হবে তারও। এমনই নির্দেশ জারি করেছে ইরিত্রিয়া সরকার। গণমাধ্যমে এ খবর ছড়িয়ে পড়তেই রীতিমতো ঝড় উঠেছে সোশ্যাল মিডিয়ায়। সরকারের আদেশে লেখা আছে, বহুগামিতা নিয়ে ঈশ্বরের আইন মেনে, এবং দেশে পুরুষ কমে যাওয়ার পরিস্থিতি বিবেচনা করে, ইরিত্রিয়া সরকারের ধর্ম সংক্রান্ত দফতর এ সিদ্ধান্তগুলো নিয়েছে। প্রথমত, প্রত্যেক পুরুষ অন্তত দুজন মহিলাকে বিয়ে করবেন এবং যে পুরুষ তা করতে অস্বীকার করবেন তাকে কঠোর পরিশ্রমসহ যাবজ্জীবন কারাবাস করতে হবে। …যে মহিলা তার স্বামীকে আবার বিয়ে করতে বাধা দেবেন তাকেও যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হবে। আফ্রিকার ছোট্ট দেশ ইরিত্রিয়ার জনসংখ্যা চৌষট্টি লক্ষেরও কিছু কম। এর একদিকে সুদান আর ইথিওপিয়া, এক দিকে জিবুতি, এক দিকে লোহিত সাগর।
বিস্ফোরকের মতো ছড়াচ্ছে জিকা ভাইরাস
মাথাভাঙ্গা মনিটর: মশাবাহিত জিকা ভাইরাস এখন আমেরিকাজুড়ে বিস্ফোরকের মতো ছড়িয়ে পড়ছে এবং এ ভাইরাসজনিত রোগ নিয়ে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান। ৩০ থেকে ৪০ লাখ মানুষ এ ভাইরাসজনিত রোগে আক্রান্ত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছে সংস্থাটি। বিবিসির খবরে বলা হয়েছে, ভাইরাসটি মোকাবেলায় ডব্লিউএইচও এরই মধ্যে একটি জরুরি টিম গঠন করেছে। ডব্লিওএইচও’র মহাপরিচালক ড. মার্গারেট চ্যান বলেছেন, জিকা ভাইরাস দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে এবং এর প্রভাবটাও অত্যন্ত হৃদয়বিদারক। ২৩টি দেশসহ আরও বেশ কয়েকটি অঞ্চলে জিকা এরই মধ্যে ছড়িয়ে পড়েছে জানিয়ে চ্যান বলেন, এর বিরুদ্ধে দ্রুতই কিছু করা প্রয়োজন। জিকা ভাইরাসের কারণে নবজাতক শিশুর মধ্যে গুরুতর জন্মগত ত্রুটির কারণেই বিষয়টি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে বেশি। আমেরিকায় ডব্লিউএইচও’র আঞ্চলিক কার্যালয়ের সংক্রামক রোগ বিশেষজ্ঞ মার্কোস এসপাইনাল এ ভাইরাস জনিত রোগে ৩০ থেকে ৪০ লাখ মানুষ আক্রান্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন। তবে এর কোনও সময়সীমা উল্লেখ করেননি।
পূর্বে দেখা মানুষকে চিনবে মোবাইলফোন!
মাথাভাঙ্গা মনিটর: কাউকে আগে দেখেছেন কিন্তু এখন তাকে ঠিক চিনতে পারছেন না? মোবাইলফোনের কাছ থেকে সাহায্য নিতে পারবেন। কারণ মোবাইলফোনে যুক্ত হচ্ছে মানুষ ও বস্তু চেনার বিশেষ প্রযুক্তি। ভবিষ্যতে গুগলের অ্যান্ড্রয়েড সফটওয়্যারচালিত ফোনে এ সুবিধা থাকবে। খবরে বলা হয়েছে, গুগলের পরবর্তী স্মার্টফোনসহ ডিজিটাল যন্ত্রগুলোতে মানুষ ও বস্তু চেনার বিশেষ প্রযুক্তি যুক্ত করবে গুগল। সে লক্ষ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্টেইন ভিউ ভিত্তিক প্রতিষ্ঠান মোভিডিভাস নামের একটি প্রতিষ্ঠানকে অধিগ্রহণ করেছে গুগল। মোভিডিভাস ছবি শনাক্তকরণ প্রযুক্তির চিপ নির্মাতা হিসেবে অধিক পরিচিত। গত বুধবার গুগলের সাথে কাজ করার ঘোষণা দিয়েছে মোভিডিভাস। গুগলের সাথে চুক্তি অনুযায়ী, মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি গুগলকে কৃত্রিম বুদ্ধিমত্তার ডিপ মেশিন লার্নিং ও ভিজুয়াল রিকগনিশন প্রযুক্তি সরবরাহ করবে। এছাড়াও মোভিডিভাসের কৈরি এমএ ২৪৫০ নামের বিশেষ প্রসেসর ডিজিটাল যন্ত্রে ব্যবহার করবে গুগল।
কোলকাতায় জ্যোতিষীর কাছে আশা ভোঁসলে
মাথাভাঙ্গা মনিটর: প্রখ্যাত সংগীতশিল্পী আশা ভোঁসলে সঙ্গীতে সফলতা পেলেও ব্যক্তি জীবনে তিনি কুসংস্কারাচ্ছন্ন থেকে মুক্ত হতে পারেননি, হতে পারেননি বিজ্ঞান মনস্ক। তিনি কোলকাতায় দমদমের জ্যোতিষী সুব্রত বন্দ্যোপাধ্যায়ের সাথে দেখা করে পরামর্শ নেয়ার পাশাপাশি মঙ্গল কামনায় ওই জ্যোতিষীর সামনে তিনি যজ্ঞও করেছেন খবর প্রকাশের পর সচেতনদের মহল থেকে এরকমই মন্তব্য করা হয়। জ্যোতিষীর কাছে এলেও আশা ভোঁসলের কী এমন সমস্যা, তা জানতে পারেনি সংবাদমাধ্যমগুলো। এদিকে আশা ভোঁসলে এসেছেন এ খবর পেয়ে দুপুরে ওই জ্যোতিষীর দমদমের হর কালী কলোনিতে ভিড় জমান স্থানীয় মানুষজন ও সংবাদমাধ্যমের কর্মীরা। বিকেল সাড়ে ৩টা নাগাদ আশা ভোঁসলে ওই জ্যোতিষীর বাসা থেকে বের হওয়ার পর সবাই তাকে ঘিরে ধরেন। এ সময় তাকে নানা প্রশ্ন করা হয়। তবে কোনো প্রশ্নের জবাব দেননি আশা ভোঁসলে। আর মুখ বন্ধ রেখেছেন জ্যোতিষী সুব্রত বন্দ্যোপাধ্যায়ও।