গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলা জাতীয় পার্টি (জেপি) ত্রিবার্ষিক কাউন্সিল গতকাল বৃহস্পতিবার গাংনী উপজেলা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
জেলা জেপির সভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে অনুষ্ঠিত কাউন্সিলে প্রধান অতিথি ছিলেন জেপি মহাসচিব শেখ শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেপি প্রেসিডিয়াম সদস্য এজাজ আহমেদ মুক্তা, সহসভাপতি শফিকুল হামিদ চন্দন, সাংগঠনিক সম্পাদক আবুল খায়ের সিদ্দীকি আবু, প্রকাশনা সম্পাদক কেএম মজিবুর রহমান মজনু, খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফতে আলী টিপু, মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, গাংনী পৌর মেয়র, যুবলীগ নেতা আশরাফুল ইসলাম ও জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদ। কাউন্সিল শেষে আব্দুল হালিমকে সভাপতি ও সালা উদ্দীন আহম্মেদকে সাধারণ সম্পাদক মনোনীত করে ৫১ সদস্য বিশিষ্ট জেলা গমিটি পুনর্গঠন করা হয়।