বলিউড পাড়ায় তারকা দম্পতির মধ্যে বিবাহবিচ্ছেদ, যেন একটি নিয়মিত ঘটনা হতে চলেছে। মাত্র ক’দিন আগেই বিবাহবিচ্ছেদ ঘটে দম্পতি ফারহান আখতার-অধুনা আখতার দম্পতির। কিন্তু এরই মধ্যে নতুন খবর এসেছে— এবার সেই দলে যোগ দিচ্ছেন আরবাজ খান ও মালাইকা অরোরা দম্পতিও। ভারতের গণমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, মালাইকা অরোরা তার মেয়েকে নিয়ে নতুন বাসায় উঠেছেন। তবে তাদের ঘর ভাঙার নিশ্চিত কোনো খবর এখনো জানা যায়নি।
এবার ঘর ভাঙছে আরবাজ-মালাইকা দম্পতির?
