ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহ-চুয়াডাঙ্গা বাসস্ট্যান্ড সংলগ্ন ঐতিহ্যবাহী ৩০০ বছরের পুরোনো কড়ুইগাছ কাটার সিদ্ধান্তের প্রতিবাদে জেলা শহরের পায়রাচত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ। ঝিনাইদহ জেলা জাসদের সভাপতি মুন্সি এমদাদুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা কমিটির সাধারণ সম্পাদক ফজলুর রহমান খুররম, মনিরুজ্জামান মানিক সরাফত হোসেনসহ অনেকে। বক্তারা বলেন ঝিনাইদহ জেলা পরিষদের সড়কের মূল্যবান গাছ কাটা ও একসনা ইজারা বন্দোবস্ত দেয়ার নামে জেলার বিভিন্ন সড়ক মহাসড়কের জায়গা দখল করা হচ্ছে। সরকারের গুরুত্বপুর্ণ অফিস, মোবারকগঞ্জ চিনিকল, ডাকবাংলা বাজারসহ স্কুল কলেজের সামনের জায়গা দখল করা হচ্ছে। নির্মাণ করা হচ্ছে পাকা দোকানপাট ও মার্কেট। নেতৃবৃন্দ এজন্য সরকারি দলের স্থানীয় কতিপয় নেতাকে দায়ী করে তাদের বিচারের দাবি জানান। যদি এমনভাবে চলতে থাকে তবে আগামীতে খেসারত দিতে হবে। জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ড থেকে সকলকে বিরত থাকার জন্য আহ্বান জানান। সমাবেশ থেকে মহাসড়কের পাশের গাছ কাটা এবং সড়কের জমি বন্দোবস্ত দেয়া হলে যে কোনো মূল্যে তা প্রতিহত করারও ঘোষণা দেয়া হয়।