চুয়াডাঙ্গার ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্ট্রল পরিদর্শন করলেন পৌর মেয়র ও কাউন্সিলরগণ : সমাপনী আজ

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করলেন চুয়াডাঙ্গা পৌর মেয়র ওবায়দুর রহমান চৌধুরী জিপু ও কাউন্সিলরগণ। গতকাল বুধবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গা টাউনক্লাব মাঠে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলার প্রতিটি স্টল ঘুরে দেখেন মেয়র ও পৌর কাউন্সিলরবৃন্দ। এ সময় স্টলের সকলের সাথে কুশল বিনিময়সহ ফটোসেশনে মিলিত হন মেয়র ও কাউন্সিলরগণ। পৌর মেয়র মেলার মাঠে আগত সকলের উদ্দেশে বলেন, আজকের শিক্ষার্থীরা আগামী দিনের বিজ্ঞানী। ডিজিটাল বাংলাদেশ গড়তে তোমাদের উদ্ভাবনী জ্ঞানের কোনো বিকল্প নেই। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সুযোগ্য পুত্র সজিব ওয়াজেদ জয়ের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন তোমাদেরকেই পূরণ করতে হবে। মেলা পরিদর্শনকালে উপস্থিত ছিলেন কাউন্সিলর শেখ গোলাম মোস্তফা মাস্তার, জাহাঙ্গীর আলম খোকন, একরামুল হক মুক্তা, সিরাজুল ইসলাম মনি, নাজমুস সালেহীন লিটন, রেজাউল করিম, জাহাঙ্গীর আলম, রাশেদুল হাসান প্রমুখ।
এদিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ডিজটাল উদ্ভাবনী মেলার দ্বিতীয় দিনে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এ প্রতিযোগিতায় ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। কুইজ প্রতিযোগিতার সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিজ সুলতানা, ফারজানা খানম, টুকটুক তালুকদার ও সহকারী প্রোগ্রামার আব্দুল করিম। ডিজিটাল উদ্ভাবনী মেলার মূল দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আব্দুর রাজ্জাক বলেন, আজ বৃহ¯প্রতিবার সমাপনী দিনে মূল্যায়ন করে মেলার অংশগ্রহণকারী সকল স্টল ও কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে।