সকল পরীক্ষার্থীর সাফল্য কামনার পাশাপাশি শিক্ষকমণ্ডলীর মুখে উপদেশ বাণী

স্টাফ রিপোর্টার: পরীক্ষা হলে প্রশ্নপত্র হাতে পেয়ে অস্থির নয়, ধীরে সুস্থে সঠিকভাবে উত্তর লিখতে হবে। ঘাবড়ালে চলবে না। তাছাড়া পরীক্ষা নিয়ে বাড়তি দুঃশ্চিন্তাও অসুস্থ করে তুলতে পারে। ফলে স্বাভাবিকভাবেই পরীক্ষার প্রস্তুতি নেয়া উচিত।
আর মাত্র কয়েকদিন পরই শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। চুয়াডাঙ্গা ও মেহেরপুরের মাধ্যমিক বিদ্যালয়গুলোতে চলছে পরীক্ষার্থীদের আনুষ্ঠানিক বিদায় জানানো। অধিকাংশ বিদ্যালয়ের বিদায় বেলায় বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশে শিক্ষকমণ্ডলী উপরোক্ত উপদেশগুলোই দিচ্ছেন। কোথাও কোথাও বিদায়ীদের হাতে তুলে দেয়া হচ্ছে বিশেষ উপহার। গতকাল চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠ, মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়, জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসা, জীবননগরে থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও মেহেরপুরের গাংনী লুৎফুন্নেছা মাধ্যমিক বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়। পরীক্ষার্থীদের বিদায় জানানোর সময় সকলের সাফল্য কামনা করে নিজের এবং বিদ্যালয়ের ভাবমুর্তি উজ্জ্বল করার জন্য তাগিদও দেয়া হয়।

চুয়াডাঙ্গা ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থী ছাত্রদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক নূর-ই আলম মোর্শেদা। সহকারী শিক্ষক জাহিদ হোসেন বিশ্বাসের উপস্থাপনায় উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক ফেরদৌস আরা, সহকারী শিক্ষক হাফিজুর রহমান, আব্দুস সামাদ, পরিমল কুমার পাল, বসিরুল আলম, অশোক কুমার অধিকারী, মোমিনুল ইসলাম খান, আব্দুল হক, মিজানুর রহমান, অনিমেষ সরকার প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রধান শিক্ষক নূর-ই আলম মোর্শেদা। বিদায়ী ছাত্রদের মধ্যে বক্তব্য রাখে সাঈদ মুস্তাকিন তুর্য, নিলয় ও শাকিবুর রহমান।
বক্তব্যে প্রধান শিক্ষক আবেগে আপ্লুত হয়ে অশ্র“সিক্ত চোখে বলেন, এ বিদায় শুধু ছাত্রদের নয় বরং বলতে গেলে আমারও বিদায়। কারণ আগামী ২০ ফেব্র“য়ারি আমি শিক্ষকতা জীবন থেকে অবসর গ্রহণ করবো। এটাই আমার বিদায় দেয়া শেষ ব্যাচ। শিক্ষকের সম্মান সবার ওপরে। কারণ তারা পরম মমতা ও ধৈর্য নিয়ে শিক্ষার্থীদের হাত ধরে লেখাপড়া শেখান। তাদের প্রকৃত মানুষ হওয়ার অনুপ্রেরণা দেন। শিক্ষার্থীদের জীবন গঠনে শিক্ষকের ভূমিকা বা অবদান অনেক। শিক্ষককে অপমান করে কেউ কোনো দিন ভালো ছাত্র বা আদর্শ মানুষ হতে পারে না। আজকাল যেভাবে শিক্ষকদের অপমান করা হচ্ছে। যারা বড়দের সাথে অন্যায় আচরণ করে, তারা আল্লাহর দয়া থেকেও বঞ্চিত হয়। তাই তাদের ভালোবাসা, শ্রদ্ধা করা, প্রতিটি ছাত্রেরই কর্তব্য। এছাড়া প্রতিটি ছাত্রকে ভাল ফলাফল করার নির্দেশনা দেন তিনি।
আরও বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাফিজুর রহমান, পরিমল কুমার পাল ও বসিরুল আলম। পরে বিদ্যালয়ের কল্যাণে ও ভাল ফলাফলের জন্য দোয়া অনুষ্ঠান করা হয়। দোয়া পরিচালনা করেন ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় জামে মসজিদের ইমাম মোহাম্মদ। পরে বিদায়ী ছাত্রদের হাতে প্রবেশপত্র ও উপহার সামগ্রী তুলে দেন প্রধান শিক্ষক। এবার ভি.জে সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ২৬৭ ছাত্র এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে ১৮০ এবং ব্যবসা শিক্ষা থেকে ৮৭ জন।

মুন্সিগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, আলমডাঙ্গার মুন্সিগঞ্জ সৃজনী মডেল মাধ্যমিক বিদ্যাপীঠে গতকাল মঙ্গলবার সকাল ১০ টার দিকে নবীন বরণ ও ২০১৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু প্রধান অতিথির বক্তব্যে বলেন শিক্ষার ব্যাপারে আমরা সব সময় তোমাদের পাশে আছি। কোনো সমস্যা হলে শিক্ষকদের মাধ্যমে জানানোর অনুরোধ করেন তিনি। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার গঠন করার পর দেশের সকল স্কুলে বিনামূল্যে বই বিতরণ করছে যা সারাবিশ্বে নজিরবিহীন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শ্যাম সুন্দর আগরওয়ালা। বিশেষ অতিথি ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক চেয়ারম্যান মকবুলার রহমান, জেহালা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্মআহ্বায়ক হেলাল উদ্দিন, হাসানুজ্জামান হান্নান, আব্দুল হান্নান মাস্টার, অভিভাবক সদস্য কারি নূর হাসান বেলালী। স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক আহাদ আলী মোল্লা। অনুষ্ঠান শেষে জেহালা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আশিরুল ইসলাম সেলিমের অর্থায়নে নবীন ও বিদায়ী ছাত্রছাত্রীদের মাঝে উদ্দীপন পুরস্কার বিতরণ করা হয়।
অপরদিকে চুয়াডাঙ্গা জেলা সদরের মোমিনপুর ইউনিয়নের নীলমণিগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির নবীন বরণ ও এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল সাড়ে ১০টার দিকে এ বরণ ও বিদায় অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতি ছিলেন স্কুলের প্রধান শিক্ষক আহমেদ সোহেল। প্রধান অতিথি ছিলেন মোমিনপুর ইউপি চেয়ারম্যান গোলাম ফারুক জোয়ার্দ্দার। বিশেষ অতিথি ছিলেন, স্কুলের সাবেক প্রধান শিক্ষক খলিলুর রহমান, কমলাপুর পিটিআই এর সুপারিনটেনডেন্ট মোল্যা শহিদুজ্জামান, সাবেক শিক্ষক নূর মোহাম্মদসহ বিদ্যালয়ের কার্যনির্বাহী কমিটির সদস্য, বিদ্যালয়ের সাবেক শিক্ষকগণসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠানে নবীন ও বিদায়ী শিক্ষার্থীদের বিভিন্ন শিক্ষা উপকরণ উপহার দেয়া হয়। জীবননগর ব্যুরো জানিয়েছে, জীবননগর উপজেলার সেনেরহুদা জান্নাতুল খাদরা দাখিল মাদরাসায় বিদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে মাদরাসা প্রাঙ্গনে এ বিদায় অনুষ্ঠিত হয়। মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি আবু জাফরের সভাপতিত্বে বক্তব্য রাখেন মনোহরপুর মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি উথলী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন খান, উথলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো. সালাউদ্দীন কাজল, মাদরাসা সুপার মাও মো. শরিফুল ইসলাম, সহকারী সুপার মাও মো. আলমগীর হোসেন প্রমুখ।
অপরদিকে জীবননগরে থানা পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ বিদায় ও বরণ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার প্রামাণিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, জীবননগর পৌর মেয়র জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি ছিলেন জীবননগর প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর ও ৬নং ওয়ার্ড কাউন্সিলর আবুল কাশেম। উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জিএ জাহিদুল ইসলাম, আজিবর রহমান ও সাজেদা খাতুন। বিদায়ী শিক্ষার্থীদের মধ্যে তাসনিম তামান্না লিনা প্রথম স্থান অধিকার করায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য জিএ জাহিদুল ইসলাম তাকে পুরস্কৃত করেন।
ভ্রাম্যমাণ প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কার্পাসডাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও নবীন ছাত্রীদের বরণ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামানের সভাপতিত্বে নবম শ্রেণির ছাত্রী রুবাইয়া খাতুন বৈশাখীর বিদায় কবিতা আবৃত্তির মধ্যদিয়ে বক্তব্য রাখেন শিক্ষক আলাউদ্দিন, মশিউর রহমান, মসলেম উদ্দিন, মহিবুল্লাহ, শরীফ উদ্দিন, আকলিমা বেগম, রাফিয়া বেগম, শিরিনা খাতুন, জেসমিন আরা প্রমুখ। কার্পাসডাঙ্গা প্রতিনিধি জানিয়েছেন, দামুড়হুদার কুতুবপুর মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষাথীদের বিদায় ও নবাগত শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকাল ১০টার দিকে ষ্কুল প্রাঙ্গণে প্রধান শিক্ষক আশরাফ আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্ট। উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনছার আলী, শিক্ষক মহি উদ্দিন, ইজাম উদ্দিন, তাজনাহার, রিনা পারভিন ও আবু জাফর। অনুষ্ঠানটি পরিচালনা করেন শামসুল হক।
সরোজগঞ্জ প্রতিনিধি জানিয়েছেন, চুয়াডাঙ্গার সরোজগঞ্জ ছাদেমান নেছা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে সকাল ১০টায় বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান আবু তাহের বিশ্বাসের সভাপতিত্বে বিদায় বরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠাতা হাজি আব্দুল্লা শেখ। উপস্থিত ছিলেন হাজি আব্দুর ছাত্তার মিয়া, প্রধান শিক্ষক আবু সালেহ, অব শিক্ষক শওকত আলী, ম্যানিজিং কমিটির সদস্য, আবুল কাশেম ,শিক্ষক হাবিবা খাতুনসহ বিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মচারীবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষক সাইফুল আওয়াল ও দোয়া পরিচালনা করেন ধর্ম শিক্ষক মোমতাজুল ইসলাম ।
আমঝুপি প্রতিনিধি জানিয়েছেন, আমঝুপি মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল মঙ্গলবার সকাল ১০টার দিকে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি সাবেক আমঝুপি ইউপি চেয়্যারম্যান বোরহান উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মঈনুল হাসান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হোসনে মোবারক ও অধ্যাপক সাইদুর রহমান। স্বাগত বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক হাসান মো. কামরুজ্জোহা। ছাত্রছাত্রীদের পক্ষেমানপত্র পাঠ করেন জেমিমা ও জিনিয়া। অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যগণ উপস্থিত ছিলেন।