মাথাভাঙ্গা মনিটর: টেনিসে গত বছর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য পদ্মভূষণ পেলেন হায়দ্রাবাদী টেনিস তারকা সানিয়া মির্জা। সেই সাথে এ পুরস্কার পেলেন আরেক হায়দ্রাবাদী সাইনা নেহওয়ালও। তবে তিনি পেয়েছেন ব্যাডমিন্টনে ভারতের হয়ে ভালো খেলার জন্য। অন্যদিকে, ক্রীড়াজগৎ থেকে পদ্মশ্রী পেয়েছেন তীরন্দাজ দীপিকা কুমারী।
গত বছর দুটি গ্র্যান্ড স্ল্যামসহ ন‘টি খেতাব জেতেন সানিয়া মির্জা। একই সাথে ডাবলসে এক নম্বরে থেকেই বছর শেষ করেন তিনি। চলতি বছরেও ২৯ বছর বয়সী তারকা দুর্দান্ত ফর্মে রয়েছেন। ইতোমধ্যে তিনি ও মার্টিনা হিঙ্গিসের শীর্ষ বাছাই জুটি অস্ট্রেলিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠেছেন। তারই শহরের বাসিন্দা ও ভারতের অন্যতম সেরা ব্যাডমিন্টন তারকা সাইনা গত বছর অল ইংল্যান্ড ও ওয়ার্ল্ড ব্যাডমিন্টনে রানার্স হয়ে রূপা জেতার পাশাপাশি দুটি খেতাবও জেতেন। সেই সাথে ৱ্যাঙ্কিঙেও শীর্ষে উঠেছিলেন।
অন্যদিকে, পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত তীরন্দাজ দীপিকা কুমারী গত বছর আর্চারি ওয়ার্ল্ড কাপ ফাইনালে রূপা এবং ওয়ার্ল্ড কাপ স্টেজ টু ও এশিয়ান টিম চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতেছেন।