দর্শনা অফিস: দর্শনা ব্যাডমিন্টন ক্লাবের আয়াজনে প্রতিবারের মতো এবারো ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় টুর্নামেন্টের ৩য় দিনের ম্যাচে অংশ নিয়ে মদনা একাদশকে ২-১ সেটে হারিয়ে ব্যাডমিন্টন ক্লাব-২ জিতিছে। এছাড়া কার্পাসডাঙ্গা একাদশকে ২-০ সেটে হারিয়ে বাসস্ট্যান্ড একাদশ জিতেছে। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের পেছনে অনুষ্ঠিত এ খেলা পরিচালনা করেন, রাজিব মল্লিক, মোস্তাফিজুর রহমান কচি, রেজওয়ান, বাবু, মুন্না, রাজু, সাগর প্রমুখ। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক মাথাভাঙ্গা।