ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহ শহরের আরাপপুর এলাকায় ভেজাল ও নোংরা পরিবেশে খাবার তৈরি ও অন্যান্য অপরাধের দায়ে ৩ ব্যবসা প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে ঝিনাইদহ সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) উসমান গণি এ অভিযান পরিচালনা করেন।
জানা যায়, শহরের আরাপপুর এলাকায় অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ভেজাল খাবার তৈরি হচ্ছে এমন খবরের ভিত্তিতে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। সে সময় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’র আওতায় জনতা হোটেলে ২ হাজার, তানিয়া হোটেলে ১০ হাজার ও মাহাবুব কনফেকশনারিতে ১ হাজার টাকা জরিমানা করেন।