স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রথম বিভাগ ক্রিকেট লিগে মুন্সিগঞ্জ সংহতি সংঘ জয়লাভ করেছে। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় টস জিতে মুন্সিগঞ্জ সংহতি সংঘ প্রথমে ব্যাটিং করে ৩৪ ওভারে ১৪৮ রান করে অলআউট হয়।
জবাবে দামুড়হুদা নিউস্টার ক্লাব ৩৪ ওভার ১ বলে ১৩৬ রানে অলআউট হয়। ফলে মুন্সিগঞ্জ সংহতি সংঘ ১২ রানে জয়লাভ করে। বিজয়ী দলের সাদ্দাম সর্বোচ্চ ৪০ রান এবং কমন ১৮ রানে ৩ উইকেট দখল করে। নিজেদের প্রথম ম্যাচ জয় দিয়ে শুরু করায় মুন্সিগঞ্জ সংহতি সংঘের সাধারণ সম্পাদক পিন্টু কুমার আগরওয়ালা সকল খেলোয়াড় ও কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়েছেন। আজ একই মাঠে ফরহাদ অগ্রণী ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে সানরাইজ ক্রিকেট ক্লাবের বিপক্ষে।