যুব বিশ্বকাপের টিকেট মিলবে মাত্র ২০ টাকায়

স্টাফ রিপোর্টার: অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সর্বোচ্চ টিকেটের মূল্য ৩০০ টাকা হলেও সর্বনিম্ন টিকিটের মূল্য মাত্র ২০ টাকা। গতকাল সোমবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগামী বুধবার স্বাগতিক বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হবে ‘ছোটদের বিশ্বকাপ’। দ্বিতীয়বারের মতো বাংলাদেশে হতে যাওয়া এই প্রতিযোগিতার ম্যাচগুলো হবে ঢাকা, নারায়ণগঞ্জ, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেটের সাতটি স্টেডিয়ামে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের দাম ৩০০ টাকা। এ ছাড়া ভিআইপি স্ট্যান্ড ১৫০, শহীদ মুস্তাক ও শহীদ জুয়েল স্ট্যান্ড ১০০, উত্তর ও দক্ষিণ গ্যালারি ৪০ এবং পূর্ব গ্যালারির টিকেটের মূল্য ২০ টাকা। আগামীকাল বুধবার থেকে মিরপুর ইনডোর স্টেডিয়ামের কাউন্টারে টিকেট পাওয়া যাবে।
ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে গ্র্যান্ড স্ট্যান্ডের টিকিটের মূল্য ৩০০ টাকা। এ ছাড়া ইন্টারন্যাশনাল গ্যালারি (পশ্চিম) ১৫০, ক্লাব হাউস (পূর্ব-পশ্চিম) ১০০, পশ্চিম গ্যালারি ৮০ ও পূর্ব গ্যালারির টিকিট ২০ টাকায় পাওয়া যাবে। বুধবার থেকে এই স্টেডিয়ামের টিকেট পাওয়া যাবে ফতুল্লার যুব উন্নয়ন অধিদফতরের কাউন্টারে। চট্টগ্রাম জহুর আহমদে চৌধুরী স্টেডিয়ামে হতে যাওয়া ম্যাচগুলোর টিকিট পাওয়া যাবে মঙ্গলবার থেকে। চট্টগ্রাম সিটি করপোরেশন অফিস কাউন্টার ও সাগরিকা মোড়ে এই টিকিট পাওয়া যাবে। এ স্টেডিয়ামে টিকেটের মূল্য গ্র্যান্ড স্ট্যান্ড ২০০, রুফটপ হসপিটালিটি ২০০, ক্লাব হাউস (পূর্ব-পশ্চিম) ১০০, ইন্টারন্যাশনাল গ্যালারি ১০০, পশ্চিম গ্যালারি ৫০ এবং পূর্ব গ্যালারি ৩০ টাকা। এ ছাড়া চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামে টিকেটের সর্বোচ্চ মূল্য ১০০ ও সর্বনিম্ন মূল্য ২০ টাকা, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সর্বোচ্চ ২০০ ও সর্বনিম্ন ৩০ টাকা এবং সিলেট জেলা স্টেডিয়ামের জন্য সর্বোচ্চ ২০০ ও সর্বনিম্ন ৩০ টাকা নির্ধারণ করেছে বিসিবি। তবে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকিটের মূল্য নির্ধারণ করেনি। এই স্টেডিয়ামের টিকিটের মূল্য ঠিক করবে স্থানীয় জেলা ক্রীড়া সংস্থা।