মেহেরপুরে মাদক রাখার দায়ে এসএসসি পরীক্ষার্থীর জেল-জরিমানা

মেহেরপুর অফিস: মেহেরপুরে গাঁজা রাখার দায়ে এ বছরের এসএসসি পরীক্ষার্থী মাহাবুবুর জামান মামুনকে ৩ দিনের কারাদণ্ড প্রদানসহ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে মেহেরপুর জেলা প্রশাসনের এনডিসি ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নূর-এ-আলম ওই সাজা দেন। সকালে মামুনকে মেহেরপুর শহরের চক্রপাড়া থেকে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের এসআই জালালউদ্দিন গাঁজাসহ আটক করে। আটক মাহাবুবুর জামান মামুন শহরের চক্রপাড়ার মোস্তাফিজুর রহমানের ছেলে। গতকালই তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলে থানা পুলিশ জানিয়েছেন।
একই দিন মেহেরপুর ডিবি পুলিশের মাদকবিরোধী অভিযানে হেরোইনসহ নাদিম নামের এক যুবককে আটক করা হয়েছে। পুলিশ জানায়, এদিন সকালের দিকে ডিবির এসআই আশরাফের নেতৃত্বে দিঘীরপাড়ার আকবর আলী ছেলে নাদিমকে হেরোইনসহ আটক করা হয়। আটক নাদিমের বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।