দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় নিউ স্টার ক্লাবের জার্সি উন্মোচন করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে দামুড়হুদা স্টেডিয়ামে দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নুতন জার্সি উন্মোচন করেন। এ উপলক্ষে রাজধানী গার্মেন্টেসের স্বত্বাধিকারী আব্দুল হাকিমের সভাপতিত্বে আলোচনাসভায় বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের যুগ্মসম্পাদক নতিপোতা ইউপি চেয়ারম্যান আজিজুল হক আজিজ, উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি এম. নুরুন্নবী, সাংবাদিক বখতিয়ার হোসেন বকুল, নিউ স্টারের সভাপতি সাইফুল ইসলাম, ম্যানেজার শাহিন প্রমুখ। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলা সদরের ক্রিকেট জগতে নিউ স্টার একমাত্র ক্লাব হিসেবে দীর্ঘ ১০ বছর ধরে চুয়াডাঙ্গায় প্রতিনিধিত্ব করছে এবং ৪ বছর যাবত চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ফার্স্ট ডিভিশন ক্রিকেটে অংশগ্রহণ করে আসছে। আজ মঙ্গলবার সকালে চুয়াডাঙ্গা জেলা স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত চলতি মরসুমের ফার্স্ট ডিভিশন ক্রিকেট টুর্নামেন্টের ২য় খেলা দামুড়হুদা নিউ স্টার ক্লাবের সাথে আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ স্পোর্টিং ক্লাবের মধ্যে অনুষ্ঠিত হবে। সে লক্ষ্যেই গতকাল খেলোয়াড়দের মাঝে নুতন জার্সি উন্মোচন করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন নিউ স্টারের সদস্য জনি।