দর্শনা অফিস: জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিকালে দর্শনা রেলবাজারের ফুলতলাস্থ জাসদের কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তার বক্তব্যে জাসদের কেন্দ্রীয় নেতা আনোয়ারুল ইসলাম বাবু বলেন, জাসদ হচ্ছে মেহনতি মানুষের দল। দেশ, জাতি তথা মানুষের কল্যাণে কাজ করায় এ দলের মূললক্ষ্য। তাই দলকে আরো সু-সংগঠিত করতে সকলতে আন্তরিক হতে হবে। দর্শনা পৌর জাসদের সভাপতি হাজি হারুন অর রশিদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জাসদের সভাপতি জাহাঙ্গীর আলম লুল্লু, দর্শনা পৌর জাসদের আহ্বায়ক জুলফিকার হায়দার, জাসদ নেতা রেজাউল করিম, আ. কাদের, নজরুল ইসলাম, আমিনুল ইসলাম, জামাল উদ্দিন প্রমুখ। এ সভায় জুলফিকার হায়দার সভাপতি ও রেজাউল করিম পিটুকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট দর্শনা পৌর জাসদের কমিটি ঘোষণা করা হয়েছে। অনুষ্ঠানটি পরিচালনা করেন কমিটির সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন।