ডায়রিয়ার কারণ অনুসন্ধানে মেহেরপুরে আইডিসিআর’র প্রতিনিধি দল

মেহেরপুর অফিস: মেহেরপুর জেনারেল হাসপাতালে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আউটব্রেক ইনভেস্টিগেশনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের ৭ সদস্যের একটি প্রতিনিধি দল হাসপাতাল পরিদর্শন করেছে। গতকাল সোমবার তারা মেহেরপুর আসেন। তারা রোগীদের পায়খানার নমুনা সংগ্রহ করে হাসপাতাল থেকে একটি পরীক্ষা করবেন। অপর পরীক্ষাটি করবেন তাদের ইনস্টিটিউটে। তিনদিনের মধ্যে কী কারণে জেলায় প্রতি বছর এ সময়ে শিশুদের মধ্যে ডায়রিয়ার প্রকোপ বৃদ্ধি পায় তার একটি প্রতিবেদন দাখিল করবেন। ৭ সদস্য বিশিষ্ট দলের নেতৃত্বে রয়েছেন রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের আউটব্রেক অফিসার ডা. মো. ওয়ালিউর রহমান। এছাড়াও দলের অন্যান্য সদস্যরা হলেন- প্রতিষ্ঠানটির রিসার্স অ্যাসিসট্যান্ট ডা. সুদিপ্ত সরকার, এফইটিপি’বি ফেলো ডা. সাবিহা মাহাবুব, মেডিকেল টেকনলোজিস্ট আমিনুজ্জামান খান, ফিল্ড রিসার্স অ্যাসিটেন্ট হাসানাতুজ্জামান রনি, বিএম রাজিব আহম্মেদ ও মো. কামাল হোসেন।
ভারপ্রাপ্ত সিভিল সার্জন ডা. মিজানুর রহমান জানান, প্রতি বছর এ সময়ে সাধারণত শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হয়ে থাকে। প্রতি বছর কী কারণে শিশুরা ডায়রিয়ায় আক্রান্ত হচ্ছে সে বিষয়ে জানার জন্য প্রতিনিধি দলটি মেহেরপুরে এসেছেন। তারা রোগীদের মল পরীক্ষা করার মাধ্যমে কারণটি অনুসন্ধান করবেন। কয়েক দিনের মধ্যে ডায়রিয়ার কারণ সম্পর্কে জানা যাবে।