চুয়াডাঙ্গা শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টি কক্ষের মধ্যে ৩টি কক্ষ পুলিশ ক্যাম্পের দখলে

সরোজগঞ্জ প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮টি শ্রেণিকক্ষের ৩টিতে দীর্ঘদিন ধরে চলছে পুলিশ ক্যাম্পের কার্যক্রম। এ কারণে শিক্ষার্থীদের ক্লাস করতে হচ্ছে স্কুলের বারান্দায়। গত প্রায় ১৫ বছর ধরে পুলিশ ক্যাম্পের নিজস্ব জমি থাকতে ও স্থানান্তরের কোনো উদ্যোগ নেয়া হয়নি।
সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার কুতুবপুর ইউনিয়নের শুম্ভুনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ও পুরোনো মিলে ৩টি ভবনে ৮টি শ্রেণিকক্ষ রয়েছে। ৩টি ভবনের মধ্যে ১টি ভবনের অবস্থা খুব একটা ভালো নয়। এছাড়া শিক্ষার্থীদের বসার বেঞ্চ দিয়ে তৈরি করা হয়েছে পুলিশ সদস্যদের ঘুমানোর বেড। ২০০১ সাল থেকে বড় ৩টি শ্রেণিকক্ষ ও ছাত্র-ছাত্রীদের বসার বেঞ্চ পুলিশ ক্যাম্পের দখলে রয়েছে। অন্য ৫টি শ্রেণিকক্ষের দেয়াল খসে পড়ছে। স্থান সংকলানের কারণে ঝুঁকিপূর্ণ ভবন ও বিদ্যালয়ের বারান্দায় ক্লাস করে ছাত্র-ছাত্রীরা। পুলিশ ক্যাম্পটি তার নিজস্ব জমিতে স্থানান্তর করে বিদ্যালয়ের লেখাপড়ার সুন্দর পরিবেশ সৃষ্টি করতে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপির সুদৃষ্টি কামনা করেছে এলাকাবাসী।