ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে বাল্যবিয়ে করার দায়ে বর আনিসুর রহমান (১৭) নামে এক তরুণকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল রোববার বিকেলে উপজেলা কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরা পারভীন এ আদেশ দেন। আনিসুর রহমান উপজেলার কাঁচারিতোলা গ্রামের আকবর আলীর ছেলে। গত শুক্রবার দশম শ্রেণির এক ছাত্রীকে বিয়ে করে সে। এমন খবর পেয়ে বিকেলে আনিসুরকে আটক করে পুলিশ। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করলে বিচারক তাকে ৫ দিনের বিনাশ্রম কারাদণ্ডাদেশ দেন।