ভেড়ামারা প্রতিনিধি: আমেরিকা প্রবাসী ড. এনামুল হক ও ক্যালিফোর্নিয়া প্রবাসীদের আর্থিক সহযোগিতায় কুষ্টিয়ার ভেড়ামারায় গতকাল রোববার সকাল ১০টায় উপজেলার দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার শমিত আশফাকুল হকের সার্বিক সহযোগিতায় মোকারিমপুর ইউনিয়নের দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ে কৃতি ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান, ছাগল বিতরণ ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় অংশগ্রহণ করে মোট ৭টি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-শিক্ষিকা ও সকল ছাত্র-ছাত্রীসহ অভিভাবকবৃন্দ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শান্তি মনি চাকমা। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট শিক্ষানুরাগী গুলনাজ হক, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার শরিফুল ইসলাম, রাজশাহী সিটি কলেজ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক (অব.) নূর মোহাম্মদ, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক ভগবান চন্দ্র সিংহ রায়, দামুকদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামসহ অন্যান্য মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।