মহেশপুর প্রতিনিধি: ১৯৭২-৭৫ সালে এই স্কুলের ছাত্র ছিলাম আম, মনে পড়ে যায় অনেক স্মৃতির কথা এভাবেই ব্রিটিশ আমলের পুরাতন একটি পরিদর্শন বইতে নিজের ভাষাগুলো লেখলেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক সৃব্রত রায় মৈত্র। গতকাল রোববার সকালে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শনকালে তিনি তার স্মৃতিচারণ করেন।
জানা গেছে, ১৮৬৩ সালের ব্রিটিশ আমলে মহেশপুর মাধ্যমিক বিদ্যালয় স্থাপিত হয়। তৎকালীন মহেশপুর থানার কাঁদবিলা গ্রামের (বর্তমানে চৌগাছা উপজেলা) মৃত সুরদাস রায় মৈত্রে’র জমিদার বংশের ছেলে সুব্রত রায় মৈত্র মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের ১৯৭২-৭৫ সাল পর্যন্ত ছাত্র ছিলেন। তিনি কৃতিত্বের সাথে এই স্কুল থেকে মেট্রিক পাস করেন। বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক। তিনি পরিদর্শন বইতে লিখতে যেয়ে বলেন, এই স্কুলের ছাত্র হয়ে অনেক নামি-দামি লোকের পাশে তার এই লেখা তার জন্য একটি স্বরণীয় ঘটনা। তিনি কিছু সময় শিক্ষক ও ছাত্রদের সাথে সময় কাটান। এছাড়া তিনি মহেশপুর বালিকা বিদ্যালয়, ফতেপুর আশ্রয়ণ প্রকল্প ও একটি বাড়ি, একটি খামার প্রকল্পের কার্যালয় ও পকল্পের কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তার সাথে ছিলেন, মহেশপুর উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান, একটি বাড়ি একটি খামার প্রকল্পের কর্মকর্তা মাজহারুল ইসলাম, মহেশপুর প্রেসক্লাব সভাপতি মানবাধিকার কর্মী আব্দুর রহমান, মহেশপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম প্রমুখ।