দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদার জয়রামপুর চৌধুরীপাড়ার বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ফকির শেখের গার্ড অব অনার শেষে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদুর রহমান নিহত মুক্তিযোদ্ধার লাশের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর চুয়াডাঙ্গা পুলিশ লাইনের একটি চৌকস পুলিশ দল তাকে গার্ড অব অনার প্রদান করেন। দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান মাও. আজিজুর রহমান মরহুমের জানাজার নামাজে ইমামতি করেন। দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আছির উদ্দিন, হাউলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাবেক ইউপি চেয়ারম্যান সহিদুল ইসলাম, সাবেক ইউপি সদস্য শামসুল ইসলামসহ শ শ মানুষ মরহুমের জানাজার নামাজে অংশ নেয়। জানাজার নামাজ শেষে সকাল ১০টায় নিজ গ্রামের কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়। উল্লেখ্য, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো. ফকির শেখ গত শনিবার বিকেল ৫টার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।