দর্শনা অফিস: দর্শনা ব্যাডমিন্টন ক্লাবের আয়াজনে প্রতিবারের মতো এবারো ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় এ টুর্নামেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। দর্শনা পুলিশ তদন্তকেন্দ্রের পেছনে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দর্শনা আইসি ইনচার্জ এসআই ফেরদৌস ওয়াহিদ, মনির খন্দকার, দর্শনা রেল বাজার দোকান মালিক সমিতির সহসভাপতি আনোয়ার হোসেন রতন, আব্দুল করিম, বাইলা, মোস্তাফিজুর রহমান মতি, মিজানুর রহমান, রাসেদ মাস্টার। উদ্বোধনী টুর্নামেন্টের অংশ নিয়ে আশরাফুল ও সাথীকে ২-১ সেটে হারিয়ে ব্যাডমিন্টন ক্লাব জিতেছে, দর্শনা চাউল ঘরকে ২-০ সেটে হারিয়ে কার্পাসডাঙ্গা একাদশ জিতেছে ও কার্পাসডাঙ্গাকে দর্শনা ফ্রেন্ডস ক্লাব জিতেছে। খেলা পরিচালনা করেন, রাজিব মল্লিক, মোস্তাফিজুর রহমান কচি, রেজওয়ান, বাবু, মুন্না, রাজু, সাগর প্রমুখ। টুর্নামেন্টে মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক মাথাভাঙ্গা।