স্টাফ রিপোর্টার: রাজধানীর পূর্ব রামপুরা এলাকায় গতরাতে দুর্বৃত্তদের গুলিতে বাসাই ফকির (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। তিনি সেনিটারি ঠিকাদারি ব্যবসা করেন। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ। বাসাই ফকিরের চাচা আবদুল জলিল বলেন, গতকাল শুক্রবার দিনগত রাত সন্ধ্যা ৭টার দিকে পূর্ব রামপুরা মোল্লাবাড়ী বাজারে কয়েকজন দুর্বৃত্ত বাসাই ফকিরের বুকে গুলি ও মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর রাত ১১টার দিকে বাসাই ফকির মারা যান। রামপুরা থানার পরিদর্শক (তদন্ত) আসাদুজ্জামান বলেন, গুরুতর আহত অবস্থায় রাত সাড়ে ৯টার দিকে বাসাই ফকিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। প্রায় দেড় ঘণ্টা পর তিনি মারা যান। এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে রামপুরা এলাকার নুর আলম নামের চিহ্নিত এক সন্ত্রাসীকে দুইটি গুলি ও একটি বিদেশি পিস্তলসহ আটক করা হয়েছে। নুর আলম রামপুরা থানায় ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি।