স্টাফ রিপোর্টার: দ্বিতীয় এনপিএল ক্রিকেটের প্রথম রাউন্ডের খেলা গতকাল শুক্রবার দ্বিতীয় রাউন্ডের দুটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গা টাউন ক্লাব ফুটবলমাঠে অনুষ্ঠিত দিনের প্রথম ম্যাচে টসে জিতে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয়। প্রথমে ব্যাটিং করে সানরাইজার দশমাইল ৮ উইকেটে নির্ধারিত ২০ ওভারে ১৬২ রান সংগ্রহ করে। জবাবে আলমডাঙ্গা নাইট রাইর্ডাস ১৫২ রান সংগ্রহ করতে সমর্থ হয়। ফলে সানরাইজার দশমাইল ১২ রানে জয়লাভ করে। বিজয়ী দলের আকরাম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়। দল জয়লাভ করায় সানরাইজার দশমাইল দলের মালিক আ. মোতালেব সকল খেলোয়াড়-কর্মকর্তাদের শুভেচ্ছা জানিয়েছেন। প্রথম ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, হাইয়েস্ট স্কোরার, হাইয়েস্ট উইকেট টেকার ও বিগ সিক্স হাকানো ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক শওকত আলী, চঞ্চল এবং দু আম্পায়ার শরীফ জোয়ার্দ্দার ও মেহেদী হাসান।
দিনের অপর ম্যাচে ওয়ালটন রয়েল্স টসে জয়লাভ করে প্রথমে ব্যাটিং করে ১১২ রান সংগ্রহ করে। লো-স্কোরিং এ ম্যাচে ১১৩ রানের জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১১১ রানে অলআউট হয় দর্শনা ডেয়ার ডেভিল্স। ফলে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচে মাত্র ১ রানে জয়লাভ করে চুয়াডাঙ্গা ওয়াল্টন রয়েল্স। দ্বিতীয় ম্যাচে ম্যান অব দ্য ম্যাচ, হাইয়েস্ট স্কোরার, হাইয়েস্ট উইকেট টেকার ও বিগ সিক্সর হাকানো ক্রিকেটারদের হাতে পুরস্কার তুলেদেন চুয়াডাঙ্গার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আব্দুর রাজ্জাক, ফার্স্ট ক্যাপিটাল ইউনিভার্সিটির সহকারী রেজিস্টার নাফিউল ইসলাম জোয়ার্দ্দার শান্ত, সাবেক এএফসির ফুটবল কোচ সরোয়ার হোসেন জোয়ার্দ্দার মধু, ক্রীড়ানুরাগী হামিদুর রহমান সন্টু, নিজামউদ্দোলা খোকন ও সিদ্দিকুর রহমান শান্তি। এ ম্যাচে হ্যাটট্রিক করায় এবং দলের জয় নিশ্চিত করায় ওয়াল্টন রয়েল্স দলের নাভিদুল হাসান নাভিদ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হয়।