আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা রেলস্টেশনে গাংনী ৱ্যাব-৬ অভিযান চালিয়ে মাদকসম্রাট খাইরুলকে নগদ টাকা, একাধিক মোবাইলফোন, হেরোইন, ইয়াবা ও ফেনসিডিলসহ আটক করেছে। গত বৃহস্পতিবার আলমডাঙ্গা রেলস্টেশন এলাকার মাদকব্যবসায়ী ওল্টুর বাড়ি থেকে তাকে আটক করা হয়।
জানা গেছে, গাংনী ৱ্যাব ক্যাম্পের কমান্ডার এএসপি আব্দুর রাজ্জাক সঙ্গীয় ফোর্স নিয়ে আলমডাঙ্গা রেলস্টেশনে অভিযান চালিয়ে মাদকব্যবসায়ী ওল্টুর বাড়ি থেকে গোবিন্দপুর মসজিদপাড়ার মৃত খলিলুর রহমানের ছেলে মাদকব্যবসায়ী খাইরুল ইসলামকে (৩০) আটক করে। এ সময় তার নিকট থেকে ১৬টি মোবাইলফোন, ৯ হাজার ২শ টাকা, ৭৩ বোতল ফেনসিডিল, ৬ পিচ ইয়াবা ও ২১ পুরিয়া হেরোইন উদ্ধার করা হয়। এ সময় ওল্টু বাড়ি থেকে পালিয়ে যায়। খাইরুলকে আটক করে গাংনী ৱ্যাব ক্যাম্পে নিয়ে যায়। গতকাল শুক্রবার আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে। খাইরুল আলমডাঙ্গা স্টেশনসহ আশপাশ এলাকায় দীর্ঘদিন পাইকারী ও খুচরা মাদক বিক্রি করে আসছিলো। আজ তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানা গেছে।