হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে গত বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা তথ্য অধিদফতর ঝিনাইদহের উদ্যোগে ভিশন ২০২১ সরকারের সাফল্য ও উন্নয়ন ভাবনার বিষয়ে প্রেস বিফিং ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীন। অনুষ্ঠানে বর্তমান সরকারের একটি সুখী, সমৃদ্ধি এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উজ্জীবিত ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে সরকারের সাফল্য, অর্থনীতি, শিক্ষা, বিজ্ঞান, প্রযুক্তি, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা তথ্য ও প্রযুক্তি সহ বিভিন্ন বিষয়ে বর্তমান সরকারের সাফল্যের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়। এ সময় জেলা তথ্য অফিসার এসএম কবির হোসেন সহ স্থানীয় সাংবাদিকবৃন্দ সুশীল সমাজ প্রতিনিধি ও হরিণাকুণ্ডু পৌরসভার নবনির্বাচিত বেশ কয়েকজন ওয়ার্ড কাউন্সিলর উপস্থিত ছিলেন।