হরিণাকুণ্ডু প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে জেলেদের নিবন্ধন ও পরিচয়পত্র প্রদান প্রকল্পের আওতায় জেলা মৎস্য অধিদফতরের উদ্যোগে জেলেদের মাঝে আইডি কার্ড প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন। এ সময় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. এমএ মজিদ। এছাড়াও অনুষ্ঠানে জেলা মৎস্য কর্মকতা আক্তার উদ্দীন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার, যুব উন্নয়ন কর্মকর্তা বেল্লাল হোসেন, সমাজ সেবা কর্মকর্তা কৌশিক খান, উপজেলা মৎস্য কর্মকর্তা এটিএম শামসুজ্জামানসহ উপজেলা প্রশাসনের বেশ কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত নিবন্ধিত জেলেদের মাঝে আইডি কার্ড বিতরণ করা হয়।