মহেশপর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ মিলনায়তনে যৌতুক, বাল্যবিয়ে, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে বাঁশবাড়িয়া ইউপি চেয়ারম্য্যান আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার আশাফুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাইফুল ইসলাম, মানবাধিকার সংস্থা আরডিসির নির্বাহী প্রধান আব্দুর রহমান, ইউনিয়ন আ.লীগের সভাপতি নওশের মল্লিক, শহিদুল ইসলাম কলেজের অধ্যক্ষ রফিকুল ইসলাম প্রমুখ।