দর্শনা অফিস: দর্শনা-মুজিবনগর সড়ক সম্প্রসারণ কাজ শুরু হয়েছে প্রায় ২ সপ্তাহ। শুরু থেকে ঠিকাদারি প্রতিষ্ঠান নিম্নমানের ইটের খোয়া ও বালি দিয়ে এ কাজ করে আসছিলো। নামমাত্র এ সম্প্রসারণ কাজে ছিলো ত্রুটিতে ভরপুর। পত্রপত্রিকায় লেখালেখি ও এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে সম্প্রসারণ কাজ সাময়িকভাবে বন্ধ করে দেন জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। সংশ্লিষ্ট বিভাগের কর্তাদের কড়াভাবে তিনি জানিয়ে দেন ত্রুটিপূর্ণ কাজের কথা। সে মোতাবেক ব্যবস্থা গ্রহণ করেছেন চুয়াডাঙ্গা সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী আবুল কালাম আজাদ। নিম্নমানের সামগ্রী দিয়ে সম্প্রসারণ কাজ পরিদর্শন করেছেন আবুল কালাম আজাদ। তিনি অভিযোগের সত্যতা পেয়ে ঠিকাদার প্রতিষ্ঠানকে হুশিয়ারি করে দ্রুত নিম্নমানের সামগ্রী অপসারণের নির্দেশ দেন। ৪২ লাখ টাকা ব্যয়ে ৮৫০ মিটার সড়ক সম্প্রসারণ নিম্নমানের এ কাজের ফলে দর্শনার রেলবাজারের ব্যবসায়ী ও পথচারীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় ২ সপ্তাহ। গতকাল বৃহস্পতিবার থেকে নিম্নমানের সামগ্রী অপসারণের কাজ শুরু করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে কবে নাগাদ অপসারণ শেষে মানসম্পন্ন সামগ্রী দিয়ে কাজ শুরু করা হবে তা অনিশ্চিত। তবে জনদুর্ভোগ কমাতে দ্রুত অপসারণের পাশাপাশি কাজ শুরুর দাবি তুলেছে দর্শনাবাসী।