স্টাফ রিপোর্টার: গত ১৮ জানুয়ারি দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আন্তঃব্যাটালিয়ন হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। এ প্রতিযোগিতায় ৬টি ব্যাটালিয়ন ‘ক’ ও ‘খ’ গ্রুপে অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী দলসমূহ ৬ বর্ডারগার্ড ব্যাটালিয়ন, চুয়াডাঙ্গা, ২১ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, খুলনা, ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর, ৩৪ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, নীলডুমুর, ৩৮ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সাতক্ষীরা এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুষ্টিয়া। প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং। বর্ণিত ৬টি ব্যাটালিয়নের মধ্যে তুমুল প্রতিযোগিতার মাধ্যমে ২টি ব্যাটালিয়ন (২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ও ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন) ফাইনাল খেলার গৌরব অর্জন করেন। ফাইনাল খেলায় ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন ৩৫-১৬ গোলে ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নকে পরাজিত করে এবং ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন চ্যাম্পিয়ন ও ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন রানারআপ হয়। ফাইনাল খেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দক্ষিণ-পশ্চিম রিজিয়নের রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল খোন্দকার ফরিদ হাসান, পিবিজিএম। এছাড়াও উপস্থিত ছিলেন কুষ্টিয়া সেক্টরের সেক্টর কমান্ডার কর্নেল হ্লা হেন মং, লেঃ কর্নেল মো. আবুল কালাম আজাদ, জি+ অধিনায়ক, ৪৭ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, কুষ্টিয়া, লেঃ কর্নেল মো. জাহাঙ্গীর হোসেন, অধিনায়ক, ২৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, যশোর এবং অন্যান্য অফিসারবৃন্দ।