টিপ্পনী

খবর:(মেহেরপুরে স্ত্রী হত্যার দায়ের স্বামীর যাবজ্জীবন)
তুমি নাকি বীর বাহাদুর ছেলে
সুযোগ বুঝে খতম করো বউ
বললে এসব জ্বলো বেগুন তেলে
গালি দিয়ে ছ্যাদলা যতো ধোও।

সারা জীবন ভাব নিয়েছো খুব
মেজাজ ছিলো ক্ষেঁপা বাঘের মতো
এখন নাকি দিচ্ছো জলে ডুব
হয়ে গেলে মেকুর মেকুর নত।

চেনো নাকি চোদ্দ শিকের বাড়ি
সেথায় তোমার দেয়া হবে রুম
দিতে হবে সারা জীবন পাড়ি
দাও বাবাজি ঠাণ্ডা মাথায় ঘুম।

তেলেসমাতি খেল
যাবজ্জীবন জেল!
_আহাদ আলী মোল্লা।