ঝিনাইদহে আমন চাল সংগ্রহের উদ্বোধন

ডাকবাংলা প্রতিনিধি: ঝিনাইদহে ২০১৫-১৬ অর্থবছরের আমন চাল সংগ্রহের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ সদর উপজেলা খাদ্য গুদামে এ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সদর উপজেলা খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আমন চাল সংগ্রহের সভাপতি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জুলকার নায়ন। বিশেষ অতিথি ছিলেন সদস্য সচিব উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসান মিয়া, উপ-খাদ্য সহকারী ফরহাদ হোসেন। এ বছর সদর উপজেলায় ১ হাজার ৪৭৬ টন আমন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে হাটগোপালপুর খাদ্য গুদামে ৪৯১ টন ও সদর উপজেলা খাদ্য গুদামে ৮৮৫ টন চাল গুদামজাত করা হবে। ৩১ টাকা কেজি দরে প্রকৃত কৃষক ও মিলারদের কাছ থেকে চাল সংগ্রহ করা হবে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। অন্যদিকে কৃষকরা অভিযোগ করেছে সরকারিভাবে কৃষকদের কাছ থেকে ধান চাউল কেনা হয় না বিষয়টি সরকারের উর্ধতন কতৃপক্ষের কাছে দৃষ্টি আকর্ষন করেছে এলাকার কৃষকরা।