কালীগঞ্জ প্রতিনিধি: ঝিনাইদহের কালীগঞ্জে দিনে দুপুরে আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে প্রবেশ করে প্রতারক চক্র গৃহবধূর হাত পা বেঁধে লক্ষাধিক টাকার সোনার গয়না নিয়ে পালিয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে কালীগঞ্জ শহরের নিশ্চিন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিশ্চিন্তপুর ভূষণস্কুল পাড়ার সোলায়মান হোসেনের ৩য় তলার ভাড়াটিয়া গার্মেন্টস ব্যবসায়ী সাইদ হোসেনের ফ্লাটে প্রথমে একজন বোরখাপরা মহিলা বাড়ি মালিকের আত্মীয় পরিচয় দিয়ে প্রবেশ করে। এ সময় বাসায় সাইদের স্ত্রী ফারজানা একা ছিলেন। এরপর আরেকজন পুরুষ বাড়িতে প্রবেশ করে সাইদের স্ত্রী ফারজানার হাত পা, মুখে টেপ দিয়ে বেঁধে আড়াই ভরি সোনার গয়না লুট করে পালিয়ে যায়। পরে গৃহবধূর চিৎকার শুনে পাশ্ববর্তী লোকজন তাকে উদ্ধার করে। কালীগঞ্জ থানার ওসি আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।