আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা থানা পুলিশ ও মুন্সিগঞ্জ ক্যাম্প মাদকবিরোধী অভিযান চালিয়ে গাঁজা ব্যবসায়ীসহ ৩ জনকে আটক করেছে। গতকাল বৃহস্পতিবার মুন্সিগঞ্জ গড়চাপড়া থেকে ৫০ গ্রাম গাঁজাসহ ১ জনকে ও আলমডাঙ্গা রেলস্টেশন থেকে ২জনকে আটক করা হয়।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলা মুন্সিগঞ্জ গড়চাপড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে গাঁজাব্যবসায়ী বিপ্লবকে (৩০) আটক করা হয়। সে দীর্ঘদিন ধরে ওই এলাকায় গাঁজাব্যবসা করে আসছিলো। গতকাল বিকেলে মুন্সিগঞ্জ ক্যাম্প ইনচার্জ এএসআই আব্দুল হাই ৫০ গ্রাম গাঁজাসহ বিপ্লবকে আটক করেন। সন্ধ্যায় আলমডাঙ্গা থানার (ওসি তদন্ত) মেহেদি রাসেলের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালিয়ে আলমডাঙ্গা রেলস্টেশন থেকে মাদকদ্রব্য সেবন করার সময় হাতেনাতে মৃত চণ্ডিদাসের ছেলে শিশির (৪০) ও কুষ্টিয়া মিরপুর উপজেলার মালিহাদ গ্রামের জিন্নাত আলীর ছেলে মিনহাজকে (৩০) আটক করেন। পরে তাদের নামে আলমডাঙ্গা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।